হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আল-আকসা মসজিদের খতিব শেখ ইকরামা সাবরি বলেছেন: দখলকারী ইহুদিবাদীরা ফিলিস্তিনে ৫০০টিরও বেশি ইসলামিক সমাধি ভেঙে দিয়েছে।
ফিলিস্তিনের বাইরে বসবাসকারী ফিলিস্তিনিদের "কবরস্থান ধ্বংস, ইসরায়েলের ইহুদিবাদ এবং জাল ইতিহাসের রাজনীতি" শীর্ষক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন: দখলদার ইহুদিবাদীরা মুসলিম কবরস্থানগুলোকে তোরাত বাগানে পরিণত করার জন্য ধ্বংস করছে।
শেখ ইকরিমা সাবরি আরো বলেন, এই কবরস্থানগুলি ইতিহাস জুড়ে ফিলিস্তিনে আমাদের উপস্থিতি প্রমাণ করে এবং দখলকারী জায়নবাদীদের বিরুদ্ধে একটি অনস্বীকার্য প্রমাণ।
আল-আকসা মসজিদের খতিব ইহুদিবাদীদের এসব কর্মকাণ্ডকে প্রকাশ্য আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে বলেন, মুসলমানদেরকে এখনো এসব কবরস্থানে দাফন করা হচ্ছে কিন্তু ইহুদিবাদীরা এসব কবরস্থানের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে।
তিনি এই বলে শেষ করেন, লক্ষ লক্ষ মুসলমানের হৃদয় কুদস শরীফ শহরের জন্য স্পন্দিত কারণ এটি তাদের পবিত্র স্থানগুলির একটি।